আস্সালামু আলাইকুম। আমাকে এক দ্বীনি ভাই বলছে আপনাকে এই প্রশ্নটি করতে। ঐ ভাইযের মা বৃদ্ধ এবং অসুস্থতার জন্য রোজা রাখতে পারছে না। আমরা জানি যে এই জন্য ফিদিয়া দেওয়ার নিয়ম আছে। কিন্তু ওনার ছেলে চাচ্ছে রামাদানের পর ওনার কাফ্ফারা হিসেবে ঐ রোজাগুলি রাখতে। ইটা কি ইসলামে জায়েজ আছে? অর্থাৎ বলদী রোজা রাখা জায়েজ কিনা?