As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2873

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 Dec 2013

প্রশ্ন

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এটি হাদীস। এবং হাদীসটি হাসান। সনদসহ হাদীসটি নিচে দেওয়া হলো:4259- حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عَبْدِ اللهِ ، عَنْ فَرْوَةَ بْنِ قَيْسٍ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّهُ قَالَ : كُنْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، ثُمَّ قَالَ : يَا رَسُولَ اللهِ ، أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ ؟ قَالَ : أَحْسَنُهُمْ خُلُقًا ، قَالَ : فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ ؟ قَالَ : أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا ، وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا ، أُولَئِكَ الأَكْيَاسُ.
সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৪২৫৯

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাঁ, প্রতি ওয়াক্ত সালাতের জন্য উজু করার আগে অথবা সালাতের আগে মেসওআক করা সুন্নাত। ব্রাশ করলেও হবে আশা করি। ২। এটা দু:খ প্রকাশের একটি মাধ্যম। তবে মুখে দু:খ প্রকাশ করাটাই অধিকতর ভাল বলে মনে হয়।