আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর জানতে চাই। ১। কোনো কাজের জন্য, গায়ের মাহরাম কোনো ছেলের সহিত কোনো মেয়ের কোনো public place (University, Railway Station, Hospital) এ দেখা করা বা ফোনে কথা বলা কি যায়েজ হবে?
২।নারীদের নিকাব পরা কি ফরয? নিকাব পরলেও দুই চোখ সহ কপালের কিছু অংশ খুলে রাখা কি যায়েজ?
৩। অনেক মসজিদেই দেখা যায় যে, নামাজ শুরুর আগে ইমাম গোঁড়ালির ওপর প্যান্ট গুটিয়ে নিতে বলে, particular নামাজের সাথে প্যান্ট গুটানোর কি কোনো সম্পর্ক আছে?
৪। যাকাত এর জন্য তরল টাকার নিসাব কিভাবে হিসাব করব, স্বর্ণ না চাঁদির নিসাব অনুসারে?