As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2864

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Dec 2013

প্রশ্ন

আস সালামু আলাইকুম । স্যার আমার ১ বন্ধু গত কাল রজা করছিল। সকাল ৬ টা থেকে হেঁচকি উথছিল বারবার। এবং তা দুপুর ১২ টার সময়ও ১ টানা হয়েই জাচ্ছিল। আমতবস্তায় সে রজা ভেঙ্গে দিল। এটা করা কি তার উচিত হয়েছে?আর এর জন্য তার কি করা উছিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন সমস্যার কারণে রোজা ভাঙলে আশা করি শুধু কাযা করলেই হবে।