As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2862

বিবাহ-তালাক

প্রকাশকাল: 30 Nov 2013

প্রশ্ন

জনাব আমি আমার স্ত্রীকে(আমার মতে সাবেক) অনেক বার তালাক বলেছি কেননা উনি আমার বৃদ্ধা মা কে মার ধর করতেন আমি গোপনে তদন্ত করে সত্যতা পেয়ে তাকে অনেক অনুরোধ করছি সে সংশোধন হয়নি। তারপর অন্য এক ঘটনাতে সে আমার প্রায় 10 লক্ষ টাকা আত্মসাৎ করে তার বাবার বাড়ি এলাকাতে নিজের নামে বাড়ী করেন কিন্তু আমার দোতালা বাড়ী আছে আমার পৈতৃক সম্পত্তি। এমনকি সে আমার গায়ে ও হাত তুলতো আমিও কয়েকবার তার গায়ে হাত তুলেছি যাই হোক অনেক কিছুর পরে নিজের ভেতর থেকে তালাক বেরিয়ে গেছে এটা তেমন রাগের মাথায় ছিলনা। আমার দুটি পুত্র সন্তান আছে একটা ছয় বছর একটি 15 বছর। তারপর আমি তাহার সকল দেন মোহর বিয়ের সমই দিয়ে দেই যেটা কাবিননামা সম্পুর্ন উসুল লেখা আছে। ঐ অবস্থাতেই আমার বড় ছেলে অনুরোধ করলো আব্বু যা হইছে তুমি আলাদা থাকো দুরে থেকে আমাদের ভরন পোষন দিও চেয়ার ম্যানের মাধ্যমে লিখিত তালাক এখন পাঠাইও না তাহলে আমি স্কুলে মুখ দেখাতে পারব না। আত্মহত্যা করব । ছেলের এই কথায় লিখিত তালাক দেই নি। কিন্ত বিগত তিন বছর যা যা দরকার সব দিয়েছি। কোনদিনই তার সাথে সাক্ষাত বা কথা বলিনি। দুঃখের কথা গত 22 তারিখে আমার মা ইন্তেকাল করেছেন। তার দুই দিন ধরে সে আমার এলাকাতে গিয়ে স্ত্রী দাবি করেন। আমার কাছে আইনত কোন ডকুমেন্ট নেই। তারপর আমি ওখান থেকে চলে আসি না হলে এক ঘরে তার সাথে থাকা পাপ মনে করছি। এখন সে থানার পুলিশ ও মহিলা পরিষদের লোকজন দিয়ে নারী নির্যাতন মামলার ভয় দেখায়। বলে যদি লিখিত তালাক দেই তাহলে নির্যাতন মামলা করবে যেটা কিনা জামিন অযোগ্য ধারা। জনাব আমি ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ভক্ত ওনার লেখা অনেক পড়ি। আমি এখন কি করতে পারি। স্যার তো দুনিয়াতে নেই। তাই আপনাদের কাছে সঠিক সাহায্য ও পরামর্শ চাই

উত্তর

ভাই, ইসলামের দৃষ্টিতে তালাক পতিত হয়ে গেছে। আপনি তার সাথে থাকতে পারবেন না।দেশীয় আইন অনুযায়ী আপনাকে লিখিত তালাক দিতে হবে। ঝামেলাটা এখানেই হচ্ছে। আপনি এখন ্একজন অভিজ্ঞ আইনজিবীর সাথে পরামর্শ করবেন যে, কিভাবে এটা সুষ্ঠভাবে করা যায়, ঝামেলা এড়ানো যায়। তিনি হয়তো আপনাকে সহজ কোন সমাধানের পথ দেখিয়ে দিবেন। উল্লেখ্য যদি আপনি তিনবার তাকে তালাক দেন তাহলে তাকে আর বিবাহও করতে পারবেন না।