ওয়া আলাইকুমুস সালাম। কাপড় যদি পবিত্র থাকে তাহলে রাতে ঘুমানোর কাপড় পরে নামায পড়তে সমস্যা নেই। ২। রাগ নিয়ন্ত্রনের সুন্নাত পদ্ধতি হলো নিচের দুআটি পড়া। أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ অর্থ: আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। সুলায়মান ইবনু সুরাদ রা. বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, এ কথাগুলি বললে, ক্রোধান্বিত ব্যক্তির ক্রোধ দূরিভূত হবে। সহীহ বুখরী, হাদীস নং ৩২৮৩। ক্রোধ দমন করা ও যার উপর রাগ হয়েছে তাকে ক্ষমা করা আল্লাহর রহমত লাভের অন্যতম পথ। কাজেই মূমিনের উচিত ক্রোধ অনুভব করলে অর্থের দিকে লক্ষ্য করে এই বাক্যটি বারবার বলা।