আসসালাুয়ালাইকুম। 1. স্যার আমার ফসলের, স্ত্রীর সোনার গহনা,এবং ব্যাংকে রাখা টাকার যাকাত দিতে হয়। আমি কি 3টি খাতের মত হিসাব করে মোট যাকাতের পরিমাণের টাকা হিসাবে দেবো। নাকি ফসলের জন্য ফসল যাকাত হিসাবে এবং গহনা ও ব্যাংকের টাকার যাকাত টাকা হিসাবে দেবো?plz janaben
2. যাকাতের অর্থ আমি যদি ঐ অর্থ দিয়ে বস্ত্র কিনে যাকাত হিসাবে দেই তাহলে কি যাকাত আদায় হবে?