As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2851

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Nov 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার বাড়ী কোলকাতা। আমাদের মসজিদে 1 দিন আমরা 3 জন মিলে ইফতার দিই। 3 জনের মধ্যে 1 জন হারাম উপার্জন করে এবং সেই টাকা দিয়ে সে তার ভাগের টাকাটা দেয়। আখন আমার প্রস্ন হলো এরকম অবস্থাতে ইফতার দেওয়া কি ঠিক হবে? Plz বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। না, হারাম টাকা দিয়ে ইফতার দেয়া ঠিক হবে না রোজাদারদেরকে হারাম টাকার ইফতার খাওয়বেন না।