As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2848

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 16 Nov 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমাদের দেশে তাবলীগ জামায়াত যে বিভিন্ন সময়ে ৩, ৫, ৭, ১০, ২০, ৪০, ১২০ দিনের জন্য সময় লাগায় এটা কতটুকু সুন্নাহ মতাবেক? এই সময় লাগানো কি ইবাদত? আমি যে মহল্লায় বাস করি সেখানে তাবলীগ এর যিনি আমির থাকেন তার সব আদেশ বা কথা মেনে না চল্লে কি, ইসলামে আমির কে মেনে না চল্লে যে অপরাধ গুলো বলা আছে তেমন হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নির্দিষ্ট সময় সুন্নাত নয় তবে ইসলামের পথে মানুষকে আহ্ববান করা সুন্নাত। এই কাজ করা অবশ্যই ইবাদাত। না, মহল্লার তাবলীগের আমীরের কথা না মানার সাথে ইসলামে আমীরকে না মানার কোন সম্পর্ক নেই।