As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2834

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Nov 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। স্যার আমি সিলেট থেকে বলছি। আমি আপনার দুয়া কবুলের উদাহরণটা শুনে অনেক কষ্ট করে আপনেক খুজে বের করেছি। স্যার আমার বিয়ে নিয়া আমার পরিবার অনেক পেরেসানিতে আছে। অশিক্ষিত সুন্দরি হওয়ার পরও আমার বয়োস ২৮ হয়ে গেছে। বিয়ের হুকুম এবং ভাল মনের মত স্বামী পাওয়ার জন্য কোনো সুন্নতী তরিকা বলবেন? উল্লেখ্য যে, যৌবনে কম বয়সে আমি একজন বিবাহিত পুরুষের ধুকায় পরে না বুঝে সম্পর্ক লিপ্ত ছিলাম। পরে আমি আমার ভুল বুঝতে পেরে ফিরে এসেছি। আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আর আমার জীবনটা সুন্দর হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিক্ত হলেও সত্য যে, মেয়েদের বয়স বেশী হলে তাদের বিয়ে হতে সমস্যা হয়। ১৮-২২ এর মধ্যে ভাল ছেলে পাওয়া যায়, ভাল ঘর পাওয়া যায়। এর বেশী হলেই সমস্যা শুরু হয়। আপনি যে গুনাহ করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেন। আর আপনার অন্য প্রশ্নের উত্তরে দুটি দুআ দিয়েছি সেগুলো সব সময় পড়বেন।