As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2832

হালাল হারাম

প্রকাশকাল: 31 Oct 2013

প্রশ্ন

আস্সালামুআলাইকুম, আমাদের দেশে যে প্রচলিত তাবলীগ আছে সেটা কতটুকু সহীহ সুন্নাহর উপর প্রতিষ্ঠীত? একটু বর্ননা করে বুঝিয়ে উত্তর এর কামনা করছি। তাদদের সব কর্মগুলোর কি সহীহ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মানুষ ভুল করবেই। ভুল না করল সে মানুষ নয়। মানুষের কোন সংগঠনের সকল কর্ম সহীহ হবে এমন ধারণা খুবই অযৌক্তিক। তারা ভাল কাজ করার চেষ্ট করছে। অন্যান্যদের মত তাদেরও কিছু ভাল থাকতে পারে এটাই স্বাভাবিক। সম্ভব হলে তাদের সাথে থাকবেন, তাদের ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন, যতি সত্যই ভুল হয়।