আস্সালামুআলাইকুম। তিন ও চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজসমূহের মধ্যে যোহর ও আসর নামায সম্পূর্ণ এবং মাগরীব নামাযের শেষ রাকাত ও এশার নামাযের শেষ দুই রাকাত নিঃশব্দে পড়ার পেছনে যুক্তি কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যুুক্তির কি প্রয়োজন? রাসূলুল্লাহ সা এভাবে শিখিয়েছেন এভাবে করতে হবে । যক্তি খোঁজা বোকামী।