ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভাল আছি। দুআ করি আল্লাহ সবাইকে ভাল রাখুন। উশর ও যাকাতের মূল আদেশ কুরআনেই আছে। হাদীসে বিস্তারিত আছে। আমি শুধু উশর বিষয়ে একটি হাদীস উল্লেখ করছি। বিস্তারিত জানতে পড়বেন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত বাংলাদশে উশর বা ফসলের যাকাত, গুরুত্ব ও প্রয়োগ বইটি। রাসূলুল্লাহ সা. বলেছেন, فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ ، أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ বৃষ্টির পানি, প্রবাহিত ঝর্ণার পানি বা মাটির স্বাভাবিক আদ্রতা থেকে (কোন সেচ ব্যবস্থা ছাড়া) যে ফল বা ফসল উৎপাদিত হয়, সে ফল ও ফসলের এক দশমাংশ (১০%) যাকাত প্রদান করতে হবে। আর সেচের মাধ্যমে যে ফল-ফসল উৎপন্না করা হয় তা থেকে এক দশমাংশের অর্ধেক (২০ ভাগের এক ভাগ বা ৫%) যাকাত প্রদান করতে হবে। সহীহ বুখারী, হাদীস নং ১৪৮৩। আর সাধারণ যাকাত আদায় করতে হবে ৪০ ভাগের ১ ভাগ দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন।