ওয়া আলাইকুমুস সালাম। কুরআন ও সুন্নাহ মিয়ারে হক। কুরআন-সুন্নাহতে সাহাবীদের বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। কুরআন ও সুন্নাহতে অর্থাৎ রাসূলুল্লাহ সা. থেকে কোন বিষয়ে না জানা গেলে সেক্ষেত্রে সাহাবীদের কথা ও আমল দলীল হিসেবে গণ্য হবে। রাসূলুল্লহ সা. বলেছেন, فَعَلَيْكُمْ بِسُنَّتِى وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ تَمَسَّكُوا بِهَا তোমাদের উপর আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশেদার সুন্নত আবশ্যক, তোমরা তাদের সুন্নাতকে আঁকড়ে ধর। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪৬০৯