ওয়া আলাইকুমুস সালাম। মানতে হবে কুরআন-সুন্নাহ। যেহেতু সকলের পক্ষে সরাসরি কুরআন-সুন্নাহ থেকে সরাসির মাসআলা বের করে আমল করা সম্ভব নয় তাই যে সব ফকহী বা ইমাম এটা করতে সক্ষম তাদের কোন একজনের কথা অনুযায়ী চলতে হবে। যদি কোন মাধ্যমে আপনি জানতে পারেন যে, তার মতের চেয়ে অন্য জনেরটা বেশী দলীল নির্ভর, তাহলে সেটা মানতে পারেন। তবে অবশ্যই সেটা হতে হবে একজন অভিজ্ঞ আলেমের পরামর্শে। ৪টির মধ্যে যেটা উত্তম সেটা তো সকলে ঠিক করতে পারবে না, যারা পারে ভাল আর না পারলে যিনি পারেন তার পরামর্শ নিবে।