As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2820

সালাত

প্রকাশকাল: 19 Oct 2013

প্রশ্ন

জামাতে নামাজ আদায় কালে ইমামের কিরাত ভূল হলে কি করব, আমরা সকলে আবার পডব নাকি শুদু ইমাম পডবে মুসল্লি যদি ভূল টের না পায়

উত্তর

ইমাম সাহেব যদি এমন ভুল করেন, যার কারণে নামায ভঙ্গ হয়ে যায়, তাহলে সকলকে উক্ত নামায আবার পড়তে হবে ।