আসসালামুআলাইকুম, আমি মুসাফির এবং যেই বাড়িতে আমি অবস্থান করছি,তার ঠিক নিচেই একটি ছোট মসজিদ। তো আমি যদি কছর পড়ি তাহলে কি জামাআতে নামাযের সোয়াব মিস হবে?কছর না পড়লে কি গোনাহ ও হতে পারে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। পর্যাপ্ত সুযোগ থাক সত্ত্বেও জামাতে নামায আপনি কেন ত্যাগ করবেন? যখন জামাতে নামায পড়া না যায় তখন একাকি পড়বেন ও কছর করবেন।