As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2808

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 Oct 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম শাইখ, আমি আফজাল অস্ট্রেলিয়াতে থাকি খুবই জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্ত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যদি উত্তর দেন তাহলে আল্লাহ সুবহানু তালা আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশা আল্লাহ প্রশ্ন : এ দেশে আমাদের ইনকামের উপর ভিত্তি করে GST Tax দিতে হয় . যেহেতু ট্যাক্স প্রথা হারাম তাই আমরা ট্যাক্স না দেয়ার জন্য ইনকাম টাকে কমিয়ে দেখাই. এই লুকানোটা কি জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ভাই ট্যাক্স দেয়া হারাম এ কথা ঠিক নয়। সরকার প্রয়োজন মনে করলে দেশ পরিচালনার স্বার্থে এটা করতে পারে। সুতরাং ট্যাক্স ফাঁকি দেয়ার উদ্দেশ্যে ইনকাম কম দেখানো জায়েজ হবে না।