As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2802

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Oct 2013

প্রশ্ন

আসসালামুআলাইকুম, হুজুর বেতির নামাজে দোয় কুনুত পড়া লাগবে? একটু বুছিয়ে বল্লে খুশি হবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বি, বিতর নামাযে দুআ কুনুত পড়তে হবে। হানাফী মাজহাবে সারা বছর বিতর নামাযের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ার পর তাকবীর দিয়ে রুকুর আগে দুআ কুনুত পড়া ওয়াজিব। বিস্তারিত জানতে দেখুন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত রাহে বেলায়াত বইটির বিতর সংক্রান্ত পরিচ্ছেদ।