মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি যদি কারো হক নষ্ট করে থাকি কিন্তু তারা জানেনা বা ধারনা করতে পারে যে আমি এমন কাজ করতে পারি। আমার মনে অনুশোচনা আসার পরে আমি লোক-লজ্জার ভয়ে এই কথা প্রকাশ করতে পারছিনা এবং আমি চেষ্টা করছি গোপনে তাদের জন্য দান করে দিতে বা যেভাবে তাদের হক নষ্ট করেছি সেইভাবে যথা সম্ভব পুণরায় তা ফেরত দিতে তবে সকলেন প্রাপ্য এবং সকল পরিমাণ সঠিক ভাবে দিতে পারছিনা বা মনে নাই সঠিক হিসাব। এমতাবস্থায় আমি কি করতে পারি। যদি এই গোনাহর কথা প্রকাশ্যে না আনতে চাঁই। নাকি সকলের কাছে বলে ক্ষমা প্রার্থনা চাঁইতে হবে