ওয়া আলাইকুমুস সালাম। ইচ্ছাকৃত বা কোন সমস্যা কারণে যদি কেও রোজা না রাখে চাই একটি হোক বা বেশী তার উপর শুধ কাযা ওয়াজিব, কাফফারা নয় অর্থাৎ ৬০টি রোজা ওয়াজিব নয়। ইচ্ছাকৃত রোজা না রাখলে তাকে অবশ্যই তওবা করতে হবে। সমস্যার কারণে রোজা না রাখলে গুনাগগার হবে না। তবে রোজা রাখার পর কেউ ভেঙে ফেললে তখন কাফফারা ওয়াজিব হবে।