As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2798

বিবিধ

প্রকাশকাল: 27 Sep 2013

প্রশ্ন

আসস্লামু আলাইকুম, আমার প্রশ্ন হল-
১/ বিতর নামায কি ওয়াজিব?
২/ আমি গলায় ও হাতে চেইন দেই, এই সম্পর্কে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, الوتر حق فمن لم يوتر فليس منا قالها ثلاثا বিতর আবশ্যক। যে বিতর আদায় করবে না সে আমাদের অন্তভূক্ত নয়। তিনি একথা তিনবার বলেছেন। মুসনাদু আহমাদ, হাদীস নং ২৩০৬৯। হাদীসটি হাসান। আর বিতর আবশ্যক কথাটি সহীহ হাদীসেও আছে। সুনানু আবু দাউদ,হাদীস নং ১৪২১; সুনানু নাসায়ী, হাদীস নং ১৭১০।