As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2790

সালাত

প্রকাশকাল: 19 Sep 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, মসজিদে ঢুকে কেউ যদি দেখে যে ফরয সালাতের সালাম ফেরানো হচ্ছে, তাহলে কী সে জামাত পেল বলে ধরে নেয়া যায়? এবিষয়ে কী কোন দলিল আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জামাতের সওয়াব পেতে হলে কমপক্ষে এক রাকআত পেতে হবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৮০। তবে সালাম ফিরানোর আগে যদি সে জামাতে শরীক হতে পারে সে শরীক হবে।