আসসালামাউআলাইকুম, মুহতারামঃ
১) ফজরের ফরজ সালাতের পর সূরা ইয়াসীন পড়ার বিশেষ কোন ফযিলতের দলিল থাকলে জানাবেন। ২) আমাদের দেশের কোন কোন আলেমের নামের আগে হযরত শায়েখ আল্লামা শায়খুল হাদিস ব্যবহার করা হয়। সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আমি এই শব্দগুলোর অর্থ, প্রয়োগ ও মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল নই। এই শব্দগুলোর অর্থ, প্রয়োগ ও মর্যাদা সম্পর্কে জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ্