As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2786

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Sep 2013

প্রশ্ন

আসসালামাউআলাইকুম, মুহতারামঃ
১) ফজরের ফরজ সালাতের পর সূরা ইয়াসীন পড়ার বিশেষ কোন ফযিলতের দলিল থাকলে জানাবেন। ২) আমাদের দেশের কোন কোন আলেমের নামের আগে হযরত শায়েখ আল্লামা শায়খুল হাদিস ব্যবহার করা হয়। সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আমি এই শব্দগুলোর অর্থ, প্রয়োগ ও মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল নই। এই শব্দগুলোর অর্থ, প্রয়োগ ও মর্যাদা সম্পর্কে জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ্

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। না, ফজরের সালাতের পর সূরা ইয়াসির পড়ার বিশেষ কোন ফজিলত হাদীসে নেই। তাবে পড়তে পারেন, কোন অসুবিধা নেই। ২। হযরত, শায়েখ সম্মাণীত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়। আল্লামা ধর্মীয় বিষয়ে জ্ঞানী ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যারা বুখারী শরীফ পড়ান তাদের ক্ষেত্রে শায়খুল হাদীস শব্দটি ব্যবহার করা হয়। তবে ধরা-বাধা কোন নিয়ম নেই যে অমুকের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, আর অমুকের ক্ষেত্রে করা যাবে না।