As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2775

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 Sep 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম… দেশের কথা চিন্তা করে এবং লেখা পড়ার খরচের কথা চিন্তা করে ছেলে মেয়ে কম নিলে কি গুনাহ হবে? কুরআন সুন্নহের আলোকে বিস্তারিত জানতে আগ্রহী ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জনসংখ্যা বেশী হওয়া সমস্যা নয়, জনসংখ্যাকে সম্পদে পরিণতে না করে বোঝা করলে সমস্যা। জনসংখ্যাকে যারা সমস্যা মনে করে তারা একটা মূর্খ। লেখাপড়ার খরচের কথা চিন্তা করে ছেলে-মেয়ে কম নিলে কবিরা গুনাহ হবে। কুরআনে তো এটাই নিষেধ করা হয়েছে। বহু আয়াতে বলা হয়েছে, রিযিক আল্লাহ দান করেন মানুষ না। খুব বেশী বলার মত সুযোগ এখানে নেই।