আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করে তার থেকে তা গ্রহন করা হবে না। সে আখেরাতে ক্ষতিগ্রস্থ হবে। কসূরা আলে ইমরান, আয়াত ৮৫। এই আয়াত থেকে বুঝা যায়, ইসলাম ব্যতীত কোন ধর্ম আখেরাতে কোন কাজে আসবে না। তাদের ভাল কাজগুলোর প্রতিদান তারা দুনিয়াতে পেতে পারেন।