As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2761

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 Aug 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। 1) হিন্দু,খ্রিস্টান, এক কথাই ননমুসলিমের বাড়িতে খানা খাওয়া যাবে কি?
2) ননমুসলিমের কারখানাই তৈরী করা পোশাক পরা যাবে কি?
3) মেয়েদের নাক কান ছিদ্র করে সোনার অলংকার পরার হুকুম কি যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ননমুসলিমদের হাতে জবেহ করা প্রাণীর গোশত ছাড়া অন্য খাবার খাওয়া যাবে। ২। যাবে। ৩। মেয়েরা সোনার অলংকার পরতে পারবে। নাক-কান ছিদ্র করা জায়েজ।