As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2760

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 Aug 2013

প্রশ্ন

আসসালামু আলাইুম ১/ হানাফী মাযহাবে নারী পুরুষের নামাযের যেমন পার্থক্য আছে বাকী ৩ মাযহাবে এমন পার্থক্য আছে কিনা?
২/ আমাদের মাযহাবে হায়েজ অবস্থায় কুরআন তেলাওয়াত নিষেধ বাকী ৩ মাযহাবেও নিষেধ? হায়েজ অবস্থায়ঁ কুরআন তেলাওয়াত যায়েজ এর পক্ষে কুরআন সুন্নাহর্ কোন নস আছে কনিা দলিল সহ জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নারী পুরুষের নামাযের মধ্যে মূলত কোন পার্থক্য নেই। রুকু-সাজদার সময় জড়-সড় হওয়ার বিষয়টি সকলা মাজহাবে অনুমোদিত। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয় 0028 এবং 1825 ২। হ্যাঁ সকল মাজহাবে হায়েজ অবস্থায় কুরআন তেলাওয়াত হারাম। বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/2564