As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2751

বিবিধ

প্রকাশকাল: 11 Aug 2013

প্রশ্ন

জনাব, আসসালামু আলাইকুম। বর্তমানে ইসলাম সংগঠন ইসলামের দাওয়াত এর কাজ করছে। ইসলামের প্রচার প্রসার আল্লাহ তায়ালা তাঁদের মাধ্যমে করাচ্ছেন। কিন্তু সেই সাথে দেখা যায় ব্যাপক দলাদলি। আর এর জন্য সারা বিশ্বে মুসলিম জনগোষ্ঠী কাফেরদের হাতে বর্ণনাতীত নির্যাতিত হচ্ছে। আমি ব্যক্তিগত জীবনে সকল ইসলামী সংগঠনকে ভালবাসি। তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি। কিন্তু কোন একটি নির্দিষ্ট দলকে বেছে মন চাচ্ছেনা। কিন্তু যদি ইসলামের নির্দেশ থাকে দল করতে হবে সেক্ষেত্রে নিজের মতের মূল্য কোথায়? ব্যক্তিগত জীবনকে কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে সচেষ্ট। মুসলিম ঐক্য একান্তভাবে কামনা করি
আমার নিম্নোক্ত প্রশ্নের কোরআন-সহীহ হাদীস ভিত্তিক উত্তর দিলে উপকৃত হব। প্রশ্ন: কোন নির্দিষ্ট ইসলামী সংগঠন না করে কি মুসলিম উম্মাহর সদস্য থাকা যায়না? আমির, আনুগত্য….. এ জাতীয় বিষয়গুলো কি কোন সংগঠনের জন্য নাকি প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে নির্দেশ করে? বর্তমান আকারের ইসলামী সংগঠনগুলোর শুরুর ইতিহাস জানতে চাই। রাশেদ, মেহেরপুর। মোবাইল : 01711-311562

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যারা ইসলামী রাজনীতি নিয়ে আছেন তারা অবশ্যই একটি বড় দাওয়াতের কাজ করছেন। যদি আপনি করতে পারেন ভাল, না করলে আপনি মুসলিম উম্মাহর সদস্য থাকবেন না বিষয়টি এমন নয়। আপনার চেতনা ভাল। আপনি আপনার চিন্তা অনুযায়ী সামনে অগ্রসর হতে পারেন। আমির, আনুগত্য … এ জাতীয় বিষয়গুলো প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকেই নির্দেশ করে। তবে সকল পর্যায়ে কোন সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হরে সেখানকার নিয়ম কানুনগুলোও মেনে চলতে হবে যদি সেটা ইসলাম বহির্ভূত না হয়।