১। আমি কুরআন বুজে বুজে পড়তে চাই। এক্ষেত্রে ট্রান্সলেইটেড(অনুবাদকৃত) কুরআন এবং তাফসীর পড়া যথেষ্ট হবে?
২। আমার জন্য আরবী ভাষা শিখে বুজে বুজে পড়া কতটুকু জরুরী?
৩। বুজে পড়ার জন্য আরবী যদি শিখতেই হয় তাহলে অনলাইন বা কোন বই গুলো সংগ্রহ করে শিখার চেষ্টা করতে পারি তার জন্য উপদেশ বা পরামর্শমূলক কিছু যদি জানাতেন উপকৃত হই।