As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2739

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Jul 2013

প্রশ্ন

(মুহতারাম, আসসালামুয়ালাইকুম। ১) অনেকেই নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআস সলামের রওযায় সালাত সালাম পেশ করার কথা বলে থাকেন। এক্ষেত্রে আমি জানি যে, দরূদ শারীফ পড়লেই নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআসসলামের প্রতি সালাত পেশ করা হয়ে যায়। নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআসসলামের রওযায় সালাত পেশ করার বিষয়ে আমার জানা কী ঠিক আছে? যদি ঠিক থাকে তবে, নিজের ঘর থেকেই নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআসসলামের রওযায় সালাম পেশ করার শারিঈ নিয়ম কী?
২) কোন রুমের বিছানায় (উপরে) কোন ব্যক্তি বসা/শোয়া অবস্থায় থাকলে, অপর কোন ব্যক্তি কী ঐ রুমের ফ্লোরে (নিচে) কুরআনুল কারিম নিয়ে তিলাওয়াত করতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, দরুদ শরীফ পাঠ করলে সালাত হয়ে যাবে। আর সালাম দেয়ারও ধরাবাধা কোন শব্দ নেই। আপনি সালাম জাতীয় শব্দ দিয়ে সালাম দিতে পারেন। যেমন আস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আবার সালাত ও সালাম একসাথে এভাবেও দিতে পারেন السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ، وصلى الله عليك وعلى آلك وأصحابك। বিস্তরিত জানতে আরবীতে দেখতে পারেন https://islamqa.info/ar/26286 ২। এভাবে তেলাওয়াত করা কুরআনের আদব বহির্ভূত।