ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বিকাশ-এর ব্যবসা জায়েজ, হারাম নয। প্রাণীর মূর্তি জাতীয় যে কোন জিনিস বিক্রি করা হারাম। ٌ ফটো স্টুডিওর ব্যবসা বর্তমানে যেভাবে চলছে সেটাকে জায়েজ বলার সুযোগ কম। তবে শুধুমাত্র প্রয়োজনীও ছবি তোলা ও প্রিন্টের কাজ যদি করেন যেমন, পাসপোর্ট, বিভিন্ন কাজে যেসব ছবি প্রয়োজন হয় তাহলে আশা করি না জায়েজ হবে না। তবে এই কাজ থেকে বিরত থেকে একটি সচ্ছ ও সুন্দর কর্ম বেছে নেয়া একজন প্রকৃত মুমিনের একান্ত কর্তব্য।