আচ্ছালামুউলাইকুম আচ্ছালাম। স্যার,আমার কন্যা এক হিন্দু ছেলেকে রেজিষ্ট্রি আমার অগোচরে বিয়ে করে। আমি তাদের মেনে নিয়েছি। তৎপরবর্তী তারা স্কলারশীপ নিয়ে বিদেশে চলে যায়। মেয়ে ও জামাই দুজনেই পি এই ডি ডিগ্রি সম্পন্ন করে বিদেশেই অবস্থান করছে। বিদেশ যাবার দুই বছর পর জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে আমার জানামতে পাচ ওয়াক্ত সালাত আদায়সহ ইসলামের অন্যান্য নির্দেশ পালন করছে। তাদের একটি ছেলে হয়েছে। তার আকিকাও দেযা হয়েছে। জামাই দাড়ি রেখে চেষ্টা করে সব সুন্নত পালন করতে। বিদেশে থাকার কারনে পাসপোর্ট সমস্যার কারনে তার হিন্দু নামটিই রয়ে গেছে। তবে মনে প্রানে সে নিজেকে একজন খাটি মুসলমান মনে করে। আমার প্রশ্ন এ বিয়ে এবং তার এ নাম রাখা ইসলাম মোতাবেক সঠিক কিনা? নাহলে কি করা উচিৎ? বলাবাহুল্য সে ধর্মীয় কোন ব্যাপারে প্রশ্ন থাকলে আমার কাছে জানতে চাই। যেমন তার ছেলের মুসলমানী কিভাবে দেবে। তার ছেলে এখন দু বছর বয়স। আমি আজ আপনাদের আলসুন্নাহ ট্রাষ্টের ওয়েবসাইট তাকে পাঠিয়েছি এবং কি কি করতে হবে -তা সব এখানে পাবে বলে জানিয়েছি। নিজের মনের শান্তির জন্য এ প্রশ্নের উত্তর আমার জানা প্রয়োজন। অনুগ্রহ করে দ্রুত (বাংলায়)জানালে বড় উপকার হয়। আমার ইমেইল আইডি দিয়েছি।