আসসালামু আলাইকুম। মুহতারাম,
১) অধ্যাপক ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যারের একটি ভিডিও লেকচারে দেখতে পেলাম, যে সালাতের সূরা ফাতিহার পরপরই অন্য সূরা/ কিরাত মিলেয়ে পড়ার ক্ষেত্রে, অন্য সুরাটি শুরু করার আগে বিসমিল্লাহ বলার নিয়ম আছে। সেক্ষত্রে শর্ত হচ্ছে সূরাটি প্রথম থেকে শুরু হতে হবে। এমতাবস্থায়, আমার প্রশ্ন, ঈমাম সূরা ফাতিহার পরপরই কোন সূরা প্রথম থেকে শুরু করবেন কিনা সেটি আগে থেকে বুঝতে নাপারার কারণে যদি বিসমিল্লাহ না বলি তাহলে কী কোন নেকির কমতি হবে?
২) আমাদের সমাজে দেখা যায়, আযান শুনামাত্রই অনেক মহিলা মাথায় কাপড় দেয়-ঘরে অবস্থান করলেও দেয়, বাইরে অবস্থান করলেও দেয়। এ বিষয়ে শরঈ বিধান কী?