As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2727

সালাত

প্রকাশকাল: 18 Jul 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
১) অধ্যাপক ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যারের একটি ভিডিও লেকচারে দেখতে পেলাম, যে সালাতের সূরা ফাতিহার পরপরই অন্য সূরা/ কিরাত মিলেয়ে পড়ার ক্ষেত্রে, অন্য সুরাটি শুরু করার আগে বিসমিল্লাহ বলার নিয়ম আছে। সেক্ষত্রে শর্ত হচ্ছে সূরাটি প্রথম থেকে শুরু হতে হবে। এমতাবস্থায়, আমার প্রশ্ন, ঈমাম সূরা ফাতিহার পরপরই কোন সূরা প্রথম থেকে শুরু করবেন কিনা সেটি আগে থেকে বুঝতে নাপারার কারণে যদি বিসমিল্লাহ না বলি তাহলে কী কোন নেকির কমতি হবে?
২) আমাদের সমাজে দেখা যায়, আযান শুনামাত্রই অনেক মহিলা মাথায় কাপড় দেয়-ঘরে অবস্থান করলেও দেয়, বাইরে অবস্থান করলেও দেয়। এ বিষয়ে শরঈ বিধান কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। আপনি উক্ত ভিডিওটির লিংক দিয়ে আবার প্রশ্ন করবেন। ২। না, এটা একটি অপ্রয়োজনীয় কাজ। আবশ্যক মনে করলে বিদআত হতে পারে।