As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2712

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Jul 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
১। আমার বাবা সাভারে একটি জায়গা আমার মায়ের নামে কিনে সেখানে বাড়ি বানান। বাবা মারা গেছেন। আমরা ৩ ভাই বোন, ভাই আমি একা আর ২ বোন। আমার মায়ের নামে একটি ফ্ল্যাট আছে। এখন মা বলেছেন ফ্ল্যাটটি আমাকে নিতে এবং সাভারের বাড়িটি যেন আমরা ৩ জন সমান ভাবে ভাগ করে নেই। এটা কি কুরআন হাদিস সম্মত? নাকি পিতা-মাতার সম্পত্তি ছেলে অর্ধেক আর বাকি অর্ধেক ২ মেয়ে পাবে? অথবা আপনাদের মতে শরয়ীয়াহ মোতাবেক উপায় কি? কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার পিতার যে সম্পদ আছে তাতে আপনি অর্ধেক পাবেন আর আপনার দুইবোন মিলে অর্ধেক পাবেন। আপনার মা যদি তার জীবদ্দশায় আপনাদের কাউকে কিছু দিয়ে যান তাহলে সে সেটা পাবে আর মারা যাওয়ার পর তার সম্পদ আপনি অর্ধেক পাবেন আর বাকী অর্ধেক আপনার দুই বোন পাবেন। আপনার মা যেটা বলেছেন সেটা শরীয়তসম্মত নয়। হ্যাঁ, আপনারা ভাই-বোন মিলে যদি আপোষে এটা করেন তাহলে সমস্যা নেই। যেখানে আপনিও কিছু ছাড় দিবেন, তারাও কিছু ছাড় দিবে এটা অবৈধা হবে না। তবে যদি কেউ এভাবে ভাগ করতে অপছন্দ করে তাহলে উপরে উল্লেখিত শরয়ী নিয়মে ভাগ করতে হবে। আল্লাহ ভাল জানেন।