As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2711

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Jul 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি একজনকে জমি নামজারি করার জন্য ১০ হাজার টাকা দিয়ে ছিলাম। প্রায় ৪ বছর আগে। কিন্তু এখনো কোন কাজ করে নাই। এক কথায় আত্মসাতের মত। এখন আমি যদি প্রতি বছর যেই যাকাত আদায় করি তা থেকে ১০ হাজার কম দিয়ে ঐ টাকা বিয়োগ করি। তাহলে সেও বেঁচে গেল আমার ও আদায় হয়ে গেলো। এই রকম কি করা যাবে? উদাহরণ ৩৫ হাজার যাকাত আসলে ২৫ হাজার দিয়ে বাকি ১০ হাজার তাকে দেওয়ার নিয়ত করলে কি হবে? উত্তর দিয়ে উপকার করবেন আশাকরি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকে আপনি টাকা দিয়েছিলেন সে যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে এভাবে আপনার যাকাত আদায় হয়ে যাবে।