আসসালামুয়ালাইকুম, আমি একজনকে জমি নামজারি করার জন্য ১০ হাজার টাকা দিয়ে ছিলাম। প্রায় ৪ বছর আগে। কিন্তু এখনো কোন কাজ করে নাই। এক কথায় আত্মসাতের মত। এখন আমি যদি প্রতি বছর যেই যাকাত আদায় করি তা থেকে ১০ হাজার কম দিয়ে ঐ টাকা বিয়োগ করি। তাহলে সেও বেঁচে গেল আমার ও আদায় হয়ে গেলো। এই রকম কি করা যাবে? উদাহরণ ৩৫ হাজার যাকাত আসলে ২৫ হাজার দিয়ে বাকি ১০ হাজার তাকে দেওয়ার নিয়ত করলে কি হবে? উত্তর দিয়ে উপকার করবেন আশাকরি