As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2706

সালাত

প্রকাশকাল: 27 Jun 2013

প্রশ্ন

আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. স্যারের ১৬ /১২/২০১৪ রাজবারী মাহফিলে ৫০ মিনিটের দিকে বলেছেন ইমামুন আদিল শুধু ফরজ আদায় করবে কোনো সুন্নাত…. পরবেনা সে আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে.. একথাটা বলতে গিয়ে এখন সুন্নত বাদ দেয়ার ব্যাপারটা, কিছু দলীল দিবেন…

উত্তর

সুন্নাত আদায় করতে পারবে না তা নয়। শুধু ফরজ আদায় করলে মানুষের মূল্য দায়িত্ব আদায় হয়ে যায়। সুন্নত আদায় না করলেও তাকে এজন্য প্রশ্নের সম্মুখীন হতে হবে না। সময় থাকলে সুন্নাত আদায় করা অবশ্যই ভাল।