বিবাহের বয়স ৮ বছর, বিবাহের পর থেকে আমার স্ত্রীর সাথে মনোমালিন্য, আমার মা, ভাই-বোনদের সাথে আমার বউয়ের ভাল সম্পর্ক নাই, কয়েজবার তালাকের সিদ্ধান্ত হয়েছে, আমার একটা কন্যা সন্তানের দিকে তাকিয়ে তালাকের সিদ্ধান্ত থেকে সরে আসি। আমি আমার মায়ের ছোট ছেলে, স্ত্রী আমার মায়ের কাছে রাখি, আমার মায়ের সাথে সে ভাল ব্যবহার করে না। তার সাথে খারাপ ব্যবহার করায় মা রাগ করে বাবার বাড়ীতে চলে যায়। প্রশ্ন: রাগ করে আমার স্ত্রীকে আমি মোবাইল ফোনে এক সংগে এক তালাক, দুই তালাক ও তিন তালাক বলি এবং দ্বিতীয়বার আবার এক, দুই ও তালাক বলি। মৌখিক তালাকের খবর গ্রামে ছড়িয়ে যায়, গ্রামের কিছু আলেমের কাছ ফতোয়া নেওয়া হয় এতে তালাক হয়েগেছে বলে গন্য করা হয়। তাদের ফতোয়া কি সঠিক? আমি এরপর থেকে স্ত্রীর সাথে কথা, দেখা এবং বাড়ী যাইনা