As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2701

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 Jun 2013

প্রশ্ন

আমি দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে প্রাইভেট পড়াতাম। মাস শেষে আমাকে যে পারিশ্রমিক দেওয়া হতো, সেই পারিশ্রমিকের টাকা ছাত্রের মা তার চাকরির বেতন থেকে দিতেন। উল্লেখ্য, ছাত্রের মা সুদভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রশ্ন হলো- পারিশ্রমিকের টাকা নেয়া আমার জন্য হালাল হবে কি?

উত্তর

হারাম হবে তা বলছি না, তবে আরো সচ্ছ আয়ের ব্যবস্থা করা ভাল। অনেক আলেম বলেছেন, হালাল হবে না। সুতরাং আপনি আরো সুন্দর একটি কাজ খুঁজুন। আল্লাহ আপনাকে ভাল আয়ের ব্যবস্থা করে দিন।