As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2699

ঈমান

প্রকাশকাল: 20 Jun 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, আল্লাহর অশেষ রহমতে আমাদের বসবাসের বাড়িটি পুনর্নির্মাণ করতে যাচ্ছি। যেহেতু আমার জীবনের অর্থ উপার্জনের সিংহভাগই ব্যয় করছি এ কাজে এবং আমার নিয়াত এব্যাপারে পুরোপুরিভাবে শরঈসম্মত থাকা এবং যেহেতু ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যারের বই, বক্তব্য ও আস-সুন্নাহ ট্রাস্ট-এর মতামত কুরআন-সুন্নাহ দলিলভিত্তিক হয়ে থাকে বলে আমি এখানকার মতামত দ্বারা বেশ প্রভাবিত, সেহেতু আমার অনুরোধ প্রস্তাবিত বাড়িটির বিষয়ে আমার প্রশ্নের সংখ্যা কিছু বেশি হলেও ধৈর্য সহকারে উত্তর দিবেন। বাড়িটির বসবাসযোগ্য পরিমান আনুমানিক ১,০০০ বর্গফুট। বাড়িটির ফাউন্ডেশনের কাজ প্রায় শেষ। এখন ভিতরে ডিজাইন শুরু করার পর্যায়ে। । ভিতরে ডিজাইনের ব্যাপারে আমার পরিকল্পনা হচ্ছেঃ ক) বাথরুম থেকে উজুখানা আলাদা হবে (পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা উজুখানা থাকবে) খ) স্থান সল্পতার কারণে প্রতিটি বাথরুমে টয়লেট এবং গোসলখানা একসাথে থাকেলও এগুলোকে পর্দা দিয়ে আলাদা করা হবে গ) বাড়িতে আগত মেহমানদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা থাকবে ঘ) মহিলাদের সালাত/ইত্তেকাফের জন্য আলাদা ব্যবস্থা থাকবে ঙ) ড্রয়িং রুমে পুরুষদের সালাতের ব্যবস্থা থাকবে চ) ড্রয়িং রুমে অপেক্ষমাণ পুরুষ মেহমান থাকলে, মহিলাদের বাহিরে যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা থাকবে ছ) মহিলাদের ডাইনিং রুমে না পোঁছে, সরাসরি রান্নাঘর থেকেই রান্না করা খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা থাকবে জ) শোয়ার রুমে বিছানার পাশে জরুরি কিছু ইসলামী বই রাখার ব্যবস্থা ব্যবস্থা থাকবে এমতাবস্থায়, আমার প্রশ্নসমূহ হচ্ছেঃ ১) আপনার বিবেচনায়, আমার পরিকল্পনায় আর কোন কোন বিষয় যোগ করার বাকি আছে? ২) বাড়ির নাম রাখার ব্যাপারে শরঈ দলিল কী? ৩) যদি নাম রাখা শরঈসম্মত হয় তবে নিচের কোন শব্দসমূহ আপনার বিবেচনায় উপযুক্ত মনে হয়ঃ আস-সুন্নাহ, আত-তাকওয়া, আত-তাঊহিদ, আল-মূততাকি, বাইতুস-সুন্নাহ, বাইতুত-তাকওয়া, বাইতুত-তাঊহীদ, বাইতুল-মূততাকি? ৪) বিভিন্ন দেয়ালে (ফযিলত বা বরকতের উদ্দেশে নয়, বরং দৃষ্টি পরামাত্র মনে হওয়ার উদ্দেশে) কুরআন, সুন্নাহর বাংলা অর্থের কিছু অংশসহ ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)স্যারের রাহে বেলায়েত বই এর কিছু অংশ যেমনঃ মুমিন জীবনের সকল কর্মের গুরুত্ব ও পর্যায়য়সমুহ, ইবাদাত কবুলের শর্ত, হাক্কুলাহ বিষয়ক বা ব্যক্তিগত কবীরাগুনাহসমুহ, সৃষ্টির অধিকার সংক্রান্ত কবীরাগুনাহসমুহ বাঁধানো থাকলে- তা শরঈসম্মত হবে কী? ৫) স্থান সল্পতার কারণে প্রতিটি বাথরুমে টয়লেট এবং গোসলখানা একসাথে থাকেলও এগুলোকে পর্দা দিয়ে আলাদা করা হলে, সেখানে বিসমিল্লাহ্ বলে গোসল শুরু করা শরঈসম্মত হবে কী না? ৬) শরঈসম্মত কোন উজরের কারণে ড্রয়িং রুমে সালাতের জামাত করতে হলে, ঈমাম যদি মুকাতদির থেকে আনুমানিক এক ফুট সামনে থাকে, তাহলে কী ঈমামসহ দুই কাতারে জামাত হবে? (যেহেতু প্রস্তাবিত ড্রয়িং রুমে এর চেয়ে বেশি জায়গা পাওয়া যাচ্ছেনা)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কিছু প্রশ্নের উত্তর আগে দেয়া হয়েছে। একই প্রশ্ন বারবার না করা উচিৎ। আপনার বাড়ির ডিজাইন ঠিক আছে। জায়গার স্বল্পতার কারণে ইমাম সাহেব সামান্য সামনে দাঁড়ালেও সালাত হবে।