As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2696

ঈমান

প্রকাশকাল: 17 Jun 2013

প্রশ্ন

একজন ব্যাক্তি কাদিয়ানী হয়েছিল, তারপরে তওবা করে আবার মুসলিম হয়েছে— তা পিছনে কি নামাজ আদায় করা যাবে? দলিল সহ জানালে ভাল হয়। এ বিষয় নিয়ে খুব ঝামেলা চলছে— ডঃখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মতামত / মতের সমাধান জানাবেন।

উত্তর

কাদিয়ানে থেকে যদি মুসলিম হয়ে যায় তাহলে সে মুসলিম। সে ইমামতি করতে পারবে।