As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2683

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Jun 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, ইদানিং ইসলামী ব্যাংক একটি একাউন্ট offer করছে যার নাম ওয়াকফ একাউন্ট যাতে কেউ সদকায়ে যারিয়া হিসাবে দান করবে। যেমন কেউ কমপক্ষে ১০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট হিসাবে একাউন্ট এ রাখলে মাসে মাসে বা বছরে যে লাভ হবে তা এতিম বাচ্চাদের জন্য বা জনকল্যান খাতে ব্যয় হবে এবং এটা সারাজীবন চলতে থাকবে। আমার প্রশ্ন হল সদকায়ে যারিয়া হিসাবে এই একাউন্ট খোলা জায়েজ হবে কিনা? যাযাকাল্লাহু খায়ের।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে মূল বিষয় হলো সে টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ কোন কাজে বিনিয়োগ করছে সেটা দেখা। যদি শরীয়তের আইন-কানুন মেনে ব্যবসাতে বিনেয়োগ করে তাহলে টাকা রাখা অর্থাৎ ব্যাংক একাউন্ট খোলা জায়েজ। আর যদি সুদের কারবার হিসাবে বিনিয়োগ করে তাহলে জায়েজ নেই। আশা করি বুঝতে পেরেছেন।