As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2678

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 May 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমরা অনেক বছর তামাকের চাষ করে আসছি।আমি জানি, তামাক জাতীয় যে কোন কিচু গ্রহন ইসলামে জায়েজ নাই।আমার জানার বিষয় হল, শুধুমাত্র টাকার জন্য যে সকল চাষিরা এই তামাক বছরের পর বছর চাষ করে তামাজ related company হাতে তুলে দিচ্ছে, এই চাষিগুলো কি কোন গুনাহগার হবেন তামাক উৎপাদনের জন্যে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চাষিরাইতো মূল এখানে। ওদের তো গুনাহ হবেই।