As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2672

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 May 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি জানতে চাই চন্দ্র গ্রহন এর সাথে মায়ের পেট এ থাকা বাচ্চার ক্ষতি হওয়ার কোন ভিত্তি আছে কিনা। আবার বিভিন্ন বই তে লেখা দেখি শনিবার, মঙ্গল বার, চন্দ্রগ্রহন এর রাতে,সন্ধাই শারীরিক সম্পর্ক করা খারাপ। এতে সন্তান হলে সে সন্তান এর ক্ষতি হবে,সন্তান দুর্ভাগা হবে,বদ চরিত্র এর হবে। আমি যদিও হাদিসের বই এ এসব পাই নি। আমাকে দয়া করে এ সম্পর্ক এ জানালে খুব উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, চন্দ্রগ্রহন বা সূর্যগ্রহণের কারণে পেটের বাচ্চার কোন ক্ষতি হয় ন। কোন বিশেষ দিনে শারীরিক সম্পর্ক করলে বাচ্চার ক্ষতি হয় এমন ধারণাও ইসলাম সমর্থন করে না।