As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2666

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 May 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো– আমি শুনেছি আহলে হাদীস রা নাকি ইংরেজ আমলে ইংরেজ দের পক্ষনেয় এবং তারা ঐ আমলে তৈরী হয়, এই কথাটির সত্যতা কতটুকু? আহলে হাদীস রা কি হকের উপর রয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামের শুরুতে কোন ফিকহী মাজহাব ছিল না। পরবর্তীতে ৪ টি ফিকহী মাজহাব প্রসিদ্ধ হয়। হানাফী, মালেকী, শাফেয়ী, হাম্বলী। এদের বাইরে একটি ফিকহী মাজহাব সীমিত আকারে ছিল। যাদেরকে বলা হয় আহলে জাহের। সেই আহলে জাহের মাজহাবই বর্তমানে আহলে হাদীস নামে প্রসিদ্ধ হয়েছে বলা যায়। এই মাজহাবটি আগে ছিল তবে কিছু দিন হলো প্রসিদ্ধ হয়েছে।