As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2663

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 May 2013

প্রশ্ন

হযরত জাবের(রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ স: বলেছেন, আমার ও তোমাদের উদাহরন হলো ঐ ব্যক্তির মত, যে আগুন জালিয়েছে, আর পতঙ্গ ও ফড়িং তাতে ঝাপিয়ে পড়েছে আর সে ঐগুলোকে আগুন হতে ফিরিয়ে রাখতে চাচ্ছে। তো আমিও তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে ফিরিয়ে রাখতে চাই কিন্তু তোমরা আমার হাত ফসকে যাও। (মুসলিম)। আমার প্রশ্ন হলো উক্ত হাদিসটি মুসলিম -এ কত নম্বর হাদিস আরবি ইবারতসহ এবং অধ্যায়ের নাম কি।

উত্তর

হাদীসটি সহীহ মুসলিমের 6098 নং হাদীস। 6098 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا ابْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا سَلِيمٌ عَنْ سَعِيدِ بْنِ مِينَاءَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مَثَلِى وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ أَوْقَدَ نَارًا فَجَعَلَ الْجَنَادِبُ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهَا وَهُوَ يَذُبُّهُنَّ عَنْهَا وَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ وَأَنْتُمْ تَفَلَّتُونَ مِنْ يَدِى باب شَفَقَتِهِ -صلى الله عليه وسلم- عَلَى أُمَّتِهِ وَمُبَالَغَتِهِ فِى تَحْذِيرِهِمْ مِمَّا يَضُرُّهُمْ. الفضائل -كتاب