As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2656

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 8 May 2013

প্রশ্ন

আমরা একটা মসজিদ করতে চাই। মসজিদের নাম কি কারো নামে সেটা দাদা বা দাদি নামে দেওয়া যাবে কি না? এটা কি ইসলামে যায়েজ কি?

উত্তর

মানুষের নামে মসজিদের নাম দেয়া জায়েজ। নেককার মানুষদের নামে মসজিদের নাম দেয়া প্রসিদ্ধ আছে।