As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2653

হালাল হারাম

প্রকাশকাল: 5 May 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি যতটুকু জানি- ইবাদত কবুলের পূর্বশর্ত হালাল রিযক্। (আমি খুবই বিভ্রান্তিতে রয়েছি,) আমার প্রশ্ন – ১/সরকারি চাকরি করা হালাল হবে কি না, বিশেষত শিক্ষকতা?
২/আর পেনশনের টাকার ব্যাপারে হুকুম কি হবে? যেখানে মূল বেতনের একটি নিদিষ্ট অংশ কেটে তার চক্রবৃদ্ধি হারে সুদের টাকা অবসরের সময় প্রদান করা হয়। ৩/সরকারি নাকি বেসরকারি চাকরি উত্তম? যদিওবা উভয় ক্ষেত্রেই সুদ ও সহাবস্থান বিরাজমান! জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ্

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। সরকারী চাকুরী জায়েজ, যদি কাজটা না জায়েজ না হয়। যেমন, সুদ লেখা ইত্যাদি। ২। পেনশনের টাকা হালাল। যে সুদ আসে সেটা অধিকাংশ আলেমের মতে পারিভাষিক সুদ নয়। কারণ এখনো ব্যক্তি টাকার মালিকানানায় পায় নি। ৩। উভয়টি সমান। ক্ষেত্র হালাল হতে হবে।