As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2652

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 May 2013

প্রশ্ন

আসছালামো ওয়া আলাইকুম। আমি সুমন কলেজে পড়ি,আমি ধর্মীয় বিষয়ে কম জানি,। কিন্তু আমি একটি সমস্যায়য় পরেছি,। আমার বন্ধুদের মাঝে, আহলে হাদিস ও আহলে সুন্নত ওয়াল জামাত,দুইটা নিয়ে সমস্যয় আছি,। কোনটা সঠিক কোনটা ভুল,আমারা সাধারন রা কোন পথে চলব,যদি জানাতেন তো অনেক উপকৃত হতাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যারা সমস্যা করে বেড়াচ্ছে তাদের কারো কাছে যাবেন না। যারা মনে করে ইসলাম মানা মূল তাদের কাছে পরামর্শ নিবেন। আপনি শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত বইগুলো পড়েন। তখন এসব প্রশ্ন ধীরে ধীরে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এখন আমার পরামর্শ হলো স্বাভাবিকভাবে নামায ও অন্যান্য ইবাদত ছোট থেকে যেভাবে দেখেছেন সেভাবেই করুন। তর্কতর্কী, ঝগড়া বাদ দিন।