As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2621

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Apr 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ফজরের ফরজ নামাজের আগে সুন্নাত ছাড়া তাহিয়্যাতুল অযু— তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী? অন্য কোন নামাজের সময় তাহিয়্যাতুল অযু— তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া যাবে কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হযরত ইবনে উমার থেকে বর্ণিত একটি হাদীসে আছে: أن رسول الله صلى الله عليه و سلم قال لا صلاة بعد الفجر إلا سجدتين রাসূলুল্লাহ সা. বলেছেন ফজর উদিত হওয়ার পর (ফরজ সালাতের পূর্বে) শুধু মাত্র দুই রাকআত সালাত। সুনানু তিরমিযী, হাদীস নং ৪১৭। হাদীসটি সহীহ। এই হাদীসের ভিত্তিতে অনেকে বলেছেন, এই সময় কোন সালাত আদায় করা যাবে না। অন্য হাদীসে আছেإِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ রাসূলুল্লাহ সা. বলেছেণ যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকআত না পড়ে বসে না। এই হাদীসের ভিত্তিতে অনেকে পড়ার অনুমতি দিয়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ১১৬৭।